Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)

নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) এর কার্যালয়

সেচ ভবন

নাটোর রিজিয়ন, নাটোর

www.badc.gov.bd

http://irbadc.natore.gov.bd/

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

১. ভিশন ও মিশন 

ভিশন: মানসম্পন্ন কৃষি উপকরণ যোগান ও দক্ষ সেচ ব্যবস্থাপনা। 

মিশন : উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলরে বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরস্থি পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণের 

           মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন সার সারবরাহ করা।

২. প্রতিশ্রুত সেবা সমূহ:

২.১) নাগরিক সেবা:

ক্রমিক সেবার নাম সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র 

এবং প্রাপ্তি স্থান


সেবা মূল্য এবং পরিশোধ 

পদ্ধতি


সেবা প্রদানের

সময়সীমা


দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী,

টেলিফোন নম্বর, ই-মেইল)

(১) (২) (৩) (৪) (৫) (৬) (৭)
০১. আধুনিক সেচ সুবিধা প্রদানপূর্বক সেচ এলাকা বৃদ্ধির নিমিত্ত সেচ স্কিম সেবা (গভীর নলকূপ,
অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প এবং সোলার পাম্প স্থাপন, কমিশনিং ও সরবরাহ)।

কৃষক গ্রুপের লিখিতআবেদনের প্রেক্ষিতে আবেদন যাচাই বাছাই বরাদ্দ প্রদান ওপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।


ক) আবেদনপত্র 

খ) মৌজা-ম্যাপ

গ) জমির দলিলঘ) 

জমির খতিয়ান

ঙ) পাসপোর্ট সাইজ ছবি

চ) জাতীয় পরিচয়পত্র

সংশ্লিষ্ট জোন দপ্তর।


ক) পার্টিসিপেশন ফি ১৫,০০০/-

টাকা পে-অর্ডার/ডিডির মাধ্যমে

(ডিসচার্জ অনুযায়ী পার্টিসিপেশন ফি

কম বেশি হতে পারে)।


উপজেলা সেচ কমিটি

কর্তৃক অনুমোদন

সাপেক্ষে ১৫ (পনের)

কার্যদিবস।


ক) সহকারী প্রকৌশলী(ক্ষুদ্রসেচ)

বিএডিসি, নাটোর জোন দপ্তর

টেলিফোন: ০২৫৮৮৮৭২২৫৬, ০১৯৯৮-৭৭২২১১

ই-মেইল : aebadcnatore@gmail.com


খ) সহকারী প্রকৌশলী(ক্ষুদ্রসেচ)

বিএডিসি, বড়াইগ্রাম জোন দপ্তর

টেলিফোন: ০৭৭২৩৫৬০২৭, ০১৭৩৭-০৩৭৪৯০

ই-মেইল : aebadcboraigram@gmail.com

০২.

সেচযন্ত্রের লাইসেন্স প্রদান

(গভীর ও অগভীর নলকূপ)

আবেদন ফি

ক) গভীর নলক‚প- ২০০/- টাকা

খ) অগভীর নলক‚প- ৫০০/- টাকা

লাইসেন্স ফি

ক) গভীর নলকূপ- ৩,০০০/- টাকা

খ) অগভীর নলকূপ- ১,০০০/- টাকা (যেকোন তফসিল ব্যাংক হতে “উপজেলা সেচ কমিটি” শিরোনামে ডিডি/পে- অর্ডার এর মাধ্যমে)।



গ) সহকারী প্রকৌশলী(ক্ষুদ্রসেচ)

বিএডিসি, গুরুদাসপুর জোন দপ্তর

টেলিফোন: ০২৫৮৮৮৭৪৬০৪, ০১৯৯৮-৭৭২২১৫

ই-মেইল : a.e.badc.guru19@gmail.com

 

ঘ) সহকারী প্রকৌশলী(ক্ষুদ্রসেচ)

বিএডিসি, সিংড়া জোন দপ্তর

টেলিফোন: ০৭৭২৬৬৩৩৯১, ০১৯৯৮-৭৭২২১৭

ই-মেইল : aebadc.singra@gmail.com

 ০৩.

সেচযন্ত্র সংক্রান্ত যেকোন সমস্যা দ্রুত

নিরসন করা।



লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনামূল্যে ৩ (তিন) কার্যদিবস
০৪. সেচযন্ত্রে ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণ।

ক) আবেদনপত্র

খ) মৌজা-ম্যাপ

গ) জমির দলিল

ঘ) জমির খতিয়ান

ঙ) পাসপোর্ট সাইজ ছবি

চ) জাতীয় পরিচয়পত্র

সংশ্লিষ্ট জোন দপ্তর।


ক) পার্টিসিপেশন ফি ১৫,০০০/-

টাকা পে-অর্ডার/ডিডির মাধ্যমে

(ডিসচার্জ অনুযায়ী পার্টিসিপেশন ফি কম বেশি হতে পারে)।

প্রকল্পের নীতিমালা

মোতাবেক।



০৫.

ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণের

মাধ্যমে জলাবদ্ধতা নিরসন।


লিখিত আবেদনের

প্রেক্ষিতে (প্রকল্প চালু

থাকা সাপেক্ষে)



০৬. খাল/নালা সংস্কার ও পুনঃখনন।

ক) আবেদনপত্র 

খ) মৌজা-ম্যাপ

বিনামূল্যে